3rd Wave Feminism
3rd Wave Feminism কে পোস্ট মডার্ন ফেমিনিজম বা উত্তরাধুনিক নারীবাদ বলা হয়। 3rd Wave Feminism হলো 2nd Wave Feminism এর রিজেকশান, শুধু রিজেকশানই না সমালোচনাও করে। 2nd Wave Feminism এ যেসব মূল আইডিয়া উঠে আসে 3rd Wave Feminism সে আইডিয়া গুলোর সমালোচনা করে সেগুলোকে রিজেক্ট করার চেষ্টা করে। 2nd Wave Faminism এ মূল ফোকাস ছিল নিপীড়নের উপর, তারা বলে পৃথিবীর যে কোন স্থানের, যে কোন শ্রেণীর নারীর একটা কমন অভিজ্ঞতা হলো 'মেল ডোমিনেন্স'। মেল ডোমিনেন্স দিয়েই পৃথিবীর সকল নারীকে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায়। শুধুমাত্র নারী হবার কারণে তারা নিপীড়িত। 2nd Wave Feminism এ এসব আইডিয়া নিয়ে 'উইমেন সেন্টার্ড পলিটিক্স' এর জন্ম হয়। 3rd Wave Feminism-এ এসে 2nd Wave Feminism এর এসব আইডিয়াগুলোকে প্রশ্নের সম্মুখীন করে তোলে। মেল ডোমিনেন্স দিয়ে নারীদের যে কমন গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় তা কি প্রতিটি শ্রেণীর, বর্ণের, জাতির নারীর প্রতিনিধিত্ব করে? পৃথিবীর প্রতিটি শ্রেণীর, প্রতিটি দেশের নারীদের কি সমস্যাগুলা একই রকম? শুধুমাত্র নারী হবার কারণেই কি পুরুষ কর্তৃক নির্যাতনের শিকার? 3rd Wave F...